Logo
Logo
×

জাতীয়

অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার খোঁজখবর নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ পেয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফোনে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জামায়াত পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই আন্তরিকতা ও সহানুভূতির জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়েছে।

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে দলটি।

এর আগে বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

জামায়াত আমিরের ‘মোটামুটি সুস্থ’ থাকার তথ্য দিয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।’ তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন