কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নির্বাচনের ঘোষণা খুব শিগগিরই আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু ঘোষণা অপেক্ষমাণ।
তিনি জানান, "জনগণের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন নির্বাচনটি পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় আরও ভালো ও সুশৃঙ্খল হবে বলে আমরা বিশ্বাস করি।"
২০০৮ সালের নির্বাচনের পটভূমিতে ভয়াবহ কিছু তথ্য থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রশাসনিক ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও জানান, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার বিপরীতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে—যার ফলে প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অসংখ্য নেতা, কর্মী ও সাধারণ মানুষ মুক্তি পেয়েছেন।
এ সংস্কার কর্মকাণ্ড ভবিষ্যতের সরকারও বহাল রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।



