Logo
Logo
×

জাতীয়

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ সালমান এফ রহমানসহ তিন জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ সালমান এফ রহমানসহ তিন জন

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে অনিয়ম এবং বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসিকেও সতর্ক করা হয়েছে।

তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল (এনডিসি), কাওমরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কমিশনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন