আইন ও বিচার বিভাগের ২৫ শতাংশ পদে নিয়োগ পাবেন আমলারা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ২৫ শতাংশ পদে নিয়োগ পাবেন আমলারা। এমন নিয়ম রেখে ‘আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা, ২০২৫’ জারি করা হয়েছে। ২৮ জুলাই বিধিমালার গেজেট জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, উপসলিসিটর, যুগ্মসচিব, সলিসিটর, অতিরিক্ত সচিব এবং সচিব পদে নিয়োগের পদ্ধতির বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, এ বিধিমালার তফসিলের নিয়োগ পদ্ধতি অনুসরণে এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের আইন ও বিচার বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করতে হবে।
তবে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের ২৫ শতাংশ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য বহির্ভূত সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবদের মধ্য থেকে নিয়োগ করা যাবে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ জারির আগে আইন ও বিচার বিভাগের সম্মতি নিতে হবে বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে।
বিধিমালা অনুসারে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, উপসলিসিটর, যুগ্মসচিব, সলিসিটর পদে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় আদেশ জারি করবে।
অতিরিক্ত সচিব এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন ও বিচার বিভাগ প্রয়োজনীয় আদেশ জারি করবে।



