Logo
Logo
×

জাতীয়

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা দুদকের জিজ্ঞাসাবাদে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা দুদকের জিজ্ঞাসাবাদে

ছবি : সংগৃহীত

টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক মুন্নী সাহাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহভাজন লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি টিম এ জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে, ২০২৪ সালের ২ জানুয়ারি মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। এই অভিযোগের ভিত্তিতে গত ১৬ জুলাই আদালত তার ও স্বামী কবির হোসেনের ৩১টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেয়। এসব হিসাবে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে কয়েকটি যৌথভাবে পরিচালিত হয় এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন সাহা ও তার মা আপেল রানীর সঙ্গে।

এছাড়া অভিযোগ রয়েছে, রাজনৈতিক অস্থিরতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরপরই মুন্নী সাহার আমানত থেকে ১২০ কোটি টাকার উত্তোলন করা হয়। বর্তমানে এসব হিসাবে মাত্র ১৪ কোটি টাকা রয়েছে। ১৭টি ব্যাংকের মাধ্যমে পরিচালিত লেনদেনে সবচেয়ে বেশি অর্থ ব্যবহৃত হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিএফআইইউ ইতিমধ্যে তার অ্যাকাউন্ট জব্দ করেছে।

বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, এমএস প্রমোশন ও প্রাইম ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানের নামে নেয়া ৫১ কোটি টাকার ঋণ বারবার নবায়ন ও সুদ মওকুফ করে দেওয়া হয়েছে। অথচ এদের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, তবুও বিপুল পরিমাণে অর্থ আদান-প্রদান হয়েছে।

বিএফআইইউ গত অক্টোবর মাসে তার ব্যাংক হিসাব তলব করে। এছাড়া গুলশান-তেজগাঁও লিংক রোডে শান্তিনিকেতন ১৬৫, রোজা গ্রিনে মুন্নী সাহার একটি ডুপ্লেক্স বাড়ির তথ্যও এসেছে অনুসন্ধানে।

মুন্নী সাহা তার সাংবাদিকতা জীবন শুরু করেন ভোরের কাগজে। এরপর একুশে টিভি ও পরে এটিএন বাংলায় যুক্ত হন। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন