তাণ্ডব চালানোর পর ‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল দুর্বল হয়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৪, ১১:৫৫ এএম
‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত
দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর ‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে আরও দুর্বল হয়ে যাবে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সোমবার (২৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে এগিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে কয়রা, খুলনার কাছাকাছি অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ক্রমে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টি ক্রমে দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপের পর নিঃশেষ হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদসংকেত এখনও বহাল রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।