Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টাদের বৈঠকে ১৫ আগস্ট ছুটি বাতিলের দাবি জানিয়েছেন নুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:১১ এএম

উপদেষ্টাদের বৈঠকে ১৫ আগস্ট ছুটি বাতিলের দাবি জানিয়েছেন নুর

ছবি : সংগৃহীত

আগস্টকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান তিনি।

নুরুল হক বলেন, আমরাসহ কয়েকটি রাজনৈতিক দল এই সভায় অংশ নিয়েছি। সবাই পরিষ্কারভাবে বলেছি, আগস্টকে বিপ্লবের মাস হিসেবে উদ্যাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, সুখের ও শান্তির মাস।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত সরকার ম্যান্ডেটবিহীন ছিল। সেই সরকারের নেয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী। আমরা ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসসহ শেখ হাসিনা সরকার যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো পর্যালোচনা করতে বলেছি। সেই সঙ্গে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করতে বলেছি।

নুরুল হক দাবি করেন, আওয়ামী ‘ফ্যাসিস্ট শক্তি’ ১৫ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ঢাকায় তাণ্ডব চালানোর মহাপরিকল্পনা নিয়েছে। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আমরাও জনতার মঞ্চ গঠন করে ঢাকাসহ সারাদেশে অবস্থান নেবো।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন