Logo
Logo
×

জাতীয়

জামায়াত নেতার প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম

জামায়াত নেতার প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে মেয়র ও রাজনীতিকদের বছরে অন্তত দু’বার নদীতে গোসলের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি আলোচনা সভায় দেওয়া এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেশ প্রশংসাও কুড়ায়।

জুবায়ের বলেন, "মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী—সবাই যদি বছরে দু’বার নদীতে গোসল করেন, তাহলে জনগণ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।"

আলোচিত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও। এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, "একটি পোস্ট পড়ছিলাম, সেখানে লেখা ছিল—রাজনীতিবিদ, মেয়র, ডিসিরা যদি বছরে দু'বার ঢাকার খাল-নদীতে গোসল করেন, তাহলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন।"

তিনি যোগ করেন, "এই ধারণাটি আমার নয়। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার মূল সমাধান দেবেন। আমাদের আসতে হয় সংকটকালে একটি সংযোগের ভূমিকা রাখতে। কিন্তু টেকসই সমাধান রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।"

সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা, কেউ কেউ এটিকে রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ গুরুত্ব দিয়ে ভাবছেন জলদূষণ রোধে নতুন ধরনের সচেতনতামূলক কৌশল হিসেবে।

এই মন্তব্য ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা যেন নদীর পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গির দিকে সমাজকে উৎসাহিত করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন