ভোটার তালিকা সংশোধনের সময়সীমায় পরিবর্তন, তফশিলের আগেই হালনাগাদ সম্ভব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে, যার ফলে তফশিল ঘোষণার আগেই বছরব্যাপী ভোটার তালিকা সংশোধন ও প্রকাশের সুযোগ পাবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ভোটার তালিকা আইন সংশোধন জরুরি হয়ে পড়ায় এবং সংসদ বর্তমানে ভেঙে যাওয়ায়, রাষ্ট্রপতির কাছে বিষয়টি আশু ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা হিসাবে তুলে ধরা হয়েছে। ফলে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন।
নতুন অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে:
ধারা ৩-এর দফা (জ)-এ ‘জানুয়ারি মাসের পহেলা তারিখ’-এর পর ‘কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ’ যুক্ত করা হয়েছে।
ধারা ১১-তে নতুন উপ-ধারা (১) যোগ করে বলা হয়েছে, ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে কিংবা তফশিল ঘোষণার আগেই ভোটার তালিকা হালনাগাদ করা যাবে।
হালনাগাদের আওতায় থাকবে:
১৮ বছর পূর্ণ করা নতুন নাগরিকদের তালিকাভুক্তি
মৃত বা অযোগ্য ভোটারদের নাম কর্তন
বাসস্থান পরিবর্তনকারী ভোটারদের তালিকা হালনাগাদ
এতে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ের বাইরে হালনাগাদ না হলেও তালিকার বৈধতা বা ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে না।
এই অধ্যাদেশে পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারির পর ১৮ বছর পূর্ণ করা নাগরিকদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে, যা পূর্ববর্তী বিধানে সম্ভব ছিল না।



