Logo
Logo
×

জাতীয়

পরাজিত শক্তির পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে: প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

পরাজিত শক্তির পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে: প্রধান উপদেষ্টা

ছবি- সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন আগের চেয়ে আরও দৃশ্যমান ও দৃঢ় করা প্রয়োজন, নইলে প্রতিপক্ষ তা সুযোগ হিসেবে গ্রহণ করবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে তারা একযোগে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার প্রতিশ্রুতি দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভায় বিভিন্ন দল সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে নিয়মিত সর্বদলীয় আলোচনার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, এই এক বছরে জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রয়াস গ্রহণে আরও জোর দেওয়া দরকার।

বৈঠকে অংশগ্রহণ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২-দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন