Logo
Logo
×

জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি

ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী ইতোমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে, জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে ভারত তা সরবরাহ করতে প্রস্তুত বলেও চিঠিতে জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে সব রকম সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন