Logo
Logo
×

জাতীয়

খাতা-ব্যাগ পাওয়া গেলেও খোঁজ নেই রাইসা মনির

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

খাতা-ব্যাগ পাওয়া গেলেও খোঁজ নেই রাইসা মনির

ছবি - সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ তৃতীয় শ্রেণির রাইসা মনিকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় পরিবার। গতকাল থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি তার। আজও ঘটনাস্থলে এসেছেন তারা। তবে পাওয়া যায়নি রাইসা মনিকে, শুধু সন্ধান মিলেছে তার খাতা আর ব্যাগের।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা সাগর হোসেন বলেন, গতকাল দুপুরে রাইসা ক্লাসে ছিল। জানতাম ক্লাসের পর ওর কোচিং আছে। বিমান দুর্ঘটনার খবর শুনেই আমরা এখানে চলে আসি। রাতভর ঢাকার বিভিন্ন হাসপাতালে খুঁজেছি। একেক জায়গা থেকে একেক রকম ছবি পাঠায়, কিন্তু গিয়ে কোথাও পাই না। সবশেষ এখানে এসে দেখি তার খাতা আর ব্যাগ। খাতায় তার নাম দেখে চিনতে পারি।

আপ্লুত হয়ে রাইসার মামা সাগর হোসেন আরও বলেন, আমরা ওর (রাইসা) শেষ সম্বলটুকু চাই। ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক, আমরা ওর কাপড়টুকু হলেও সন্তুষ্ট থাকব।

রাইসাদের বাসা উত্তরার দিয়াবাড়ি। তার বাবা একজন ব্যবসায়ী। কোথাও তার খোঁজ মিললে ০১৯২৪০৬২০৩০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন