Logo
Logo
×

জাতীয়

হতাহতের তথ্য গোপনের দাবি ‘অপপ্রচার’ : প্রধান উপদেষ্টার কার্যালয়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:০৮ এএম

হতাহতের তথ্য গোপনের দাবি ‘অপপ্রচার’ : প্রধান উপদেষ্টার কার্যালয়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের তথ্য গোপন করার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ করেছেন, তা ‘অপপ্রচার’ বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভাষ্য।

মঙ্গলবার সরকারপ্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে ‘সব ধরনের সহায়তা’ দেওয়া হচ্ছে।

নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”

পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় ‘সর্বোচ্চ ব্যবস্থা’ নেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।”

এতে আরও বলা হয়েছে, এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে।”

পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখার কথা বলা হয়েছে।

সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন, আর, ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন