প্রধান উপদেষ্টার আগামীকালের জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি - প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টার আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার পূর্বনির্ধারিত জাতীয় মৎস সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠান বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।



