Logo
Logo
×

জাতীয়

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:০২ পিএম

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

ছবি- সংগৃহীত

আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত বাজেট বাস্তবায়ন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে প্রতিদিন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনেও সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, “পর্যটকরা যেন পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করেন, সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলাও জরুরি।” তিনি পরিবেশ অধিদপ্তরকে পলিথিনবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন এবং জনসম্পৃক্ত প্রচারণা চালানোর পরামর্শ দেন।

বন্যপ্রাণী সংরক্ষণের প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হাতির করিডোর যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য বন অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও বলেন, “গ্রামাঞ্চলে হাতির অপছন্দের গাছ লাগিয়ে তাদের বিচরণ ব্যাহত না করে করিডোর এবং বনাঞ্চলে হাতির প্রিয় খাদ্যোপযোগী গাছ রোপণ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খায়রুল হাসান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদার এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

সভা শেষে উপদেষ্টা সময়োপযোগী বাজেট বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন