Logo
Logo
×

জাতীয়

পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে মসজিদগুলোকে যে বার্তা দেয়া হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম

পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে মসজিদগুলোকে যে বার্তা দেয়া হলো

ছবি : সংগৃহীত

দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে হবে। এ ছাড়া থেকে প্রতি ওয়াক্ত আযানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়।

সতর্ক বার্তায় জানানো হয়েছে, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল থেকে প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

মসজিদের মাইকে যে ঘোষণাটি দিতে হবে তা হলো, ‘প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পাড়ায় পাড়ায় এখন ডাকাতি এবং ধর্ষণ হচ্ছে। এ ছাড়াও কুচক্রী ও সন্ত্রাসী মহলের ইন্ধনে একটি দল দেশে নৈরাজ্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে একত্রিত হতে হবে। গত কিছুদিনে আমরা যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির-বাড়ীতে হামলা প্রতিরোধ করেছি, যেভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ঠিক একইভাবে আমরা এই জালিম ডাকাতদল ও কুচক্রী মহলকে প্রতিহত করবো।’

বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করবো। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো।’

এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে ৩ জন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন