Logo
Logo
×

জাতীয়

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছবি : সংগৃহীত

জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, কমিশন গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪৮৮০ শতাংশ জমি এবং স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই ক্রোকাদেশ প্রদান করেন। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

সিআইডি জানায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাদুন এলাকায় ৬৯টি দলিলের আওতায় থাকা জমির দলিল মূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ টাকা হলেও সেখানে গড়ে ওঠা প্রতিষ্ঠান, স্থাপনা ও অবকাঠামোসহ মোট সম্পদের বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এসব সম্পত্তি অর্জন করা হয়েছে, যা জোরপূর্বক জমি দখল, আন্ডার ও ওভার ইনভয়েস, সংঘবদ্ধ অনিয়ম ও আর্থিক অপরাধের মাধ্যমে করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, “গাজী টায়ারসহ তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অপরাধ চক্রের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওতায় অনুসন্ধান চলছে।”

তিনি আরও জানান, বিদেশে অর্থ পাচারের অভিযোগেও তদন্ত চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় রেকর্ডপত্র ভিত্তিক তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন