Logo
Logo
×

জাতীয়

কোটা আন্দোলনে শহিদদের প্রতি বিসিবির শ্রদ্ধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

কোটা আন্দোলনে শহিদদের প্রতি বিসিবির শ্রদ্ধা

কোটা আন্দোলনে শহিদদের প্রতি বিসিবির শ্রদ্ধা

কোটা সংস্কার আন্দোলন করতে দিয়ে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই থেকে শুরু হয় মৃত্যুর মিছিল।

প্রাণ দিতে হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধও। তা ছাড়িয়ে যায় কয়েক শতাধিক। বাদ যায়নি শিশুরাও।

শহিদ উপাধি দিয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ আগস্ট) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া বেশ কয়েকজনের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে।

বর্তমানে অস্থির সময় পার করছে বাংলাদেশ। এর প্রভাব পড়ে ক্রিকেটেও। বন্ধ ছিল ক্রিকেটের অনুশীলন। অস্থিরতার মাঝেই অনুশীলনে ফিরে মাঠে নিহতদের স্মরণে নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন ক্রিকেটাররা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন