বিমানে বোমা থাকার হুমকি, কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
ছবি : সংগৃহীত
অজ্ঞাত সূত্র থেকে বোমা হুমকির ফোন কল পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, অজ্ঞাত নম্বর থেকে আসা ফোন কলে বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার কথা বলা হলেও নির্দিষ্ট ফ্লাইট নম্বর উল্লেখ করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় বিজি ৩৭৩ ফ্লাইটটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী তল্লাশি শুরু করা হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পুরো উড়োজাহাজে তল্লাশি চালায়। আতঙ্ক ছড়ালেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু এটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত থাকবে।



