Logo
Logo
×

জাতীয়

ইসি শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানাল

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

ইসি শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানাল

নির্বাচন পরিচালনা বিধিমালার তফশিলে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো.সানাউল্লাহ।

সাংবাদিকদের এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন,শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক চেয়ে আবেদন করে। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। তবে আমরা শাপলাকে বাদ দিইনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের জন্য। বাকিগুলো নতুন নিবন্ধন পেলে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।

এর আগে গতকাল বুধাবার (৯ জুলাই) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তপশিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাপলা প্রতীক বাতিল করা হয়নি। কারণ এই প্রতীক আগে ছিল না। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন