Logo
Logo
×

জাতীয়

গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে পরিপত্র জারি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে পরিপত্র জারি

সরকারি দফতরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ থাকবে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে । সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে  মঙ্গলবার (০৮ জুলাই) অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করে ।

উন্নয়ন ও পরিচালন ব্যয় থেকে চলতি অর্থবছরে গাড়ি কিনতে পারবে না সরকারি কোনো সংস্থা। এ ছাড়া সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। ইতোপূর্বে বিগত সরকারের আমলেও করোনাকালীন সময় এবং তৎপরবর্তী বছরগুলোতে এ ধরনের নির্দেশনা জারি করেছিল অর্থ বিভাগ।

 পরিপত্রে বলা হয়েছে, পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন কেনা খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে খরচ করা যাবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। তবে চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। একইভাবে বন্ধ থাকবে থোক বরাদ্দের খরচ।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন