জুলাইয়ে আহতদের সুচিকিৎসা না মিললে আবারও জুলাই হবে বলে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

ছবি- সংগৃহীত
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ‘জুলাই অভ্যুত্থানে’ আহতরা চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন, ঈদের ছুটিকে অজুহাত করে তাদের হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছিল এবং পরে আর ভর্তি নেওয়া হয়নি। ফলে কয়েকজন চিকিৎসা ছাড়াই হাসপাতালের ফ্লোরে দিন কাটাচ্ছেন।
শনিবার (৫ জুলাই) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সদস্যরা পরিদর্শনে গেলে চিকিৎসা বঞ্চিতরা তাদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। আহত সৌরভ বলেন, ঈদের ছুটির আগে বলা হয়েছিল ছুটি শেষে আবার ভর্তি নেওয়া হবে, কিন্তু কথা রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সুচিকিৎসা না পাই, তবে এই হাসপাতালে আবারও জুলাই হবে।”
আরেক আহত আশিক জানান, ঈদের ছুটি শেষে ফিরে এলেও তাকে ভর্তি নেওয়া হয়নি, ফলে তিনি হাসপাতালের ফ্লোরেই ঘুমাচ্ছেন। গুলিবিদ্ধ আয়েশা বলেন, চিকিৎসা ও সহায়তা পাওয়ার অধিকার থাকলেও তা তিনি পাননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, পরিদর্শনকালে আহতদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। একজন মা জানান, ছেলে অসুস্থ থাকলেও বাড়ি থেকে ফিরিয়ে এনে ভর্তি দেওয়া হয়নি, তিনি নিজেই কাজ করে ওষুধ ও খাবারের খরচ জোগান।
কমিটির সাধারণ সম্পাদক হাসান বলেন, আহতদের মাঝে গ্রুপিং বা সিন্ডিকেটের অভিযোগ তোলা হলেও জুলাই আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ ছিল। তিনি বলেন, “আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় হলে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।”
জানা যায়, কমিটির নেতারা নিটোরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবুল কেনানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিস্থিতি নিয়ে নিজেকে “নিরুপায়” বলে মন্তব্য করেন, তবে এর ব্যাখ্যা দিতে পারেননি। এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
সাক্ষাৎ শেষে নেতারা হাসপাতাল চত্বরে “চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলবে না” স্লোগানে প্রতিবাদ জানান।