Logo
Logo
×

জাতীয়

কাপ্তাই লেকে ঘন্টায় ১৭২ মেঘাওয়াড বিদ্যুত উৎপাদন হচ্ছে

Icon

মোহাম্মদ আলী, রাঙ্গামাটি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

কাপ্তাই লেকে ঘন্টায়  ১৭২ মেঘাওয়াড বিদ্যুত উৎপাদন হচ্ছে

ছবি-যুগের চিন্তা

বিশাল কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই জল বিদ্যুত কেন্দ্রে বিদ্যুত উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিদ্যুত কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৪ ইউনিট পুরাদমে চালু হয়েছে। এই ইউনিটগুলো দিয়ে প্রতি আওয়ারে ১৭২ মেঘাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। 

এই জলবিদ্যুত কেন্দ্রে বিনা খরচে ২৪০ মেঘাওয়াট বিদ্যুত উৎপাদন হয়ে থাকে। চলতি বছরের  মে মাসে লেকের পানি অস্বাভাবিক ভাবে  শুকিয়ে যাওয়ায় পানির স্তর ৭৭ দশমিক ৬১ মিনস সি লেভেল (এমএসএল) হয়।  কিন্তু রুলকার্ভ অনুযায়ী পানি না থাকায় বিদ্যুত উৎপাদন  ৪০ মেঘাওয়াটে নেমে এসেছিল।  রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের এমমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুত উৎপাদন একেবারে তলানীতে নেমে এসেছিল। 

এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের  পাঁচটি ইউনিট মধ্যে শুধুমাত্র একটি ইউনিট দিয়ে কোন রকমে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল । গত জুন মাসে লেক এলাকায় অতি বৃষ্টি হওয়ায় লেকের পানির স্তর স্বাভাবিকের চেয়ে ১২ এমএল এস বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিদ্যুত উৎপান বেড়ে গেছে। পানির ওপর নির্ভরশীল  কাপ্তাই জল বিদ্যুত কেন্দ্রের উৎপাদন যে কোন সময় চলতি বছর বিদ্যুত উৎপাদনের অবস্থা ভাল বলে জলবিদ্যুত কেন্দ্র সূত্রে জানা গেছে। 

শনিবার বিকালে  কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে সচল থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এখন ৪টি ইউনিট দিয়ে ১৭২ মেগাওয়াটবিদ্যুত  উৎপাদন করা  হচ্ছে। গত কয়েকদিন আগেও লেকে পানির স্থর ৯৯ এমএসএল ( মিসি লেভেল) থাকায়  ১৮২ ইউনিট  বিদ্যুত উৎপাদন হয়েছে। এখন পানির স্তর কমে ৯৬ এমএসএল হওয়ায় বিদ্যুত উৎপাদন কিছুটা কমে গেছে। আগামীতে  বৃষ্টিপাত হলে হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বেড়ে যাবে। তখন ৫টি ইউনিট চালু হলে ২৪০ মেঘাওয়াট বিদ্যুত উৎপাদন হবে বলে তিনি জানান। 

 কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় লেকের ওপর নিভর্রশীল মানুষের যাতায়তের ভোগান্তি  লাগব হয়েছে। বিশেষ করে লেকের সঙ্গে সংশ্লিষ্ট  বাঘাইছড়ি , লংগদু ,বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, উপজেলার নৌপথের যোগাযোগ পুরো দমে চালু হয়েছে এবং লেকে নাব্য সংকট কেটে গেছে।  একই সঙ্গে  ৭২৫ বর্গ কিমি বিশাল লেকে মৎস্য উৎপাদন  বৃদ্ধির  সঙ্গে সঙ্গে পর্যটকদের ভ্রমনও অনেকগুন বেড়ে গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন