Logo
Logo
×

জাতীয়

সামনে অগ্নি পরীক্ষা জাতির জন্য : জ্বালানি উপদেষ্টা

Icon

জামালপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

সামনে অগ্নি পরীক্ষা জাতির জন্য : জ্বালানি উপদেষ্টা

ছবি-সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোনো আশঙ্কা এবং কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে। প্রবাসী ভোটাররা প্রথম বারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। 

জ্বালানি উপদেষ্টা আরো বলেন, ১৮ থেকে ৩৫ বছর যাদের বয়স তারা বিগত ১৬ বছরে ভোট দিতে পারেনি, তারা কাকে ভোট দিবে তা কি আমরা জানি? কে জিতবে আর কে জিতবে না, যারা সরকারিভাবে নির্বাচনের দায়িত্বে থাকবেন সেটা দেখা আমাদের, আপনাদের কাজ না। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যারা নির্বাচিত হবে তাদের সাথেই আমাদের কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার যে পরিস্থিতি হয়েছে, সে সময়ের ডিসি এবং এসপিদের যে অবস্থা হয়েছে, তাদের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে। 

শনিবার জামালপুর জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ হিসেবে আমার তিন মন্ত্রণালয় থেকে এই সময়ের মধ্যে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি। আগে আমরা জ্বালানি তেল কিনতাম, সেখানে সুনির্দিষ্ট চারজন দরপত্রে অংশগ্রহণ করতো, এখন আমরা সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার পর ১২ জনের বেশি দরপত্রে অংশ নিচ্ছে, এতে ১৫শ’ কোটি টাকা সাশ্রয় হয়েছে। পদ্মা রেল লিংক প্রকল্প দায়িত্ব গ্রহণের পর মাত্র ৩ সপ্তাহ সময় পেয়েছি, সেখানে ১৮শ’ কোটি টাকা সাশ্রয় করেছি, ভাঙ্গাতে একটা রেল স্টেশন হবে সেটা সেন্ট্রাল এয়ারকন্ডিশন, যেখানে আমাদের কমলাপুর স্টেশন এয়ারকন্ডিশন না। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় প্রয়োজনে-অপ্রয়োজনে অত্যাধুনিক ডরমেটরি, রেস্টহাউজ করতে কোটি কোটি টাকা ব্যয় করার উদ্যোগ নেয়া হয়েছিল, কাজ বাদ দিয়ে কি শুধু রেস্ট নিবে, তাহলে কাজ করবে কখন? এসব অযাচিত অপব্যয় সংকুচন করে রাষ্ট্রের, জনগণের টাকা সাশ্রয় করা হয়েছে। 

জামালপুর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাংবাদিক এম.এ জলিল প্রমুখ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন