চট্টগ্রামে ২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো আটকেপড়া বিমান
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
ছবি - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে আটকেপড়া বিমান
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে রানওয়েতে আটকেপড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা পর রানওয়ে সচল হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকাপড়ে। উড়োজাহাজটিতে ৩৮৭ যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।
হজ পালন শেষে উড়োজাহাজটিতে ফিরছিলেন চট্টগ্রামের দোস মোহাম্মদ নামের একজন যাত্রী। উড়োজাহাজের বসে মুঠোফোনে তিনি বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় রানওয়ের মাঝপথে এটি আটকে যায়। দুই ঘণ্টা পর উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে সচল হওয়ায় বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।



