খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত, ২৪ ঘণ্টায় নতুন সরকারের সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম
খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত, ২৪ ঘণ্টায় নতুন সরকারের সম্ভাবনা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের অভাবনীয় গণঅভ্যুত্থানে তাদের ত্যাগ, কষ্ট ও জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আজ। তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এজন্য আমি ছাত্রদের হাত তুলে স্যালুট জানাই। শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য সেনাবাহিনীসহ তিন বাহিনীর প্রধান আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এসে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) গঠন হওয়ার সম্ভাবনা আছে।
বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে ও কে প্রধান হবেন তার জন্য একটি আলোচনার দরকার। সেটা নিয়ে এখনও বসার সুযোগ হয়নি। আমরা আমাদের দলের সঙ্গে বৈঠক করে তার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসব।