Logo
Logo
×

জাতীয়

কালের অতল গর্ভে হারিয়ে যাওয়া

আশি-নব্বই দশকের তুমুল জনপ্রিয় ক্যাসেট-রেডিও মিলবে যেখানে

Icon

যুগের চিন্তা ডিজিটাল রিপোর্ট :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

আশি-নব্বই দশকের তুমুল জনপ্রিয় ক্যাসেট-রেডিও মিলবে যেখানে

আশি-নব্বই দশকে গুলিস্তানে অনেক ক্যাসেট ও রেডিওর দোকান ছিল, যা এখন আর নেই। সেই সময়ের জনপ্রিয় ক্যাসেট প্লেয়ার, রেডিও এবং গানের ক্যাসেট এখনকার প্রজন্মের কাছে একটি হারিয়ে যাওয়া স্মৃতি। নব্বই দশকে গুলিস্তান ছিল গান শোনার অন্যতম প্রধান কেন্দ্র। গুলিস্তানের সেই ক্যাসেট ও রেডিওর দোকানগুলো এখনকার প্রজন্মের কাছে একটি নস্টালজিক ব্যাপার। কিন্তু গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে ৩২ বছর ধরে ক্যাসেট বিক্রির সঙ্গে জড়িয়ে আছেন শামিম মিয়া। 

‘নব্বইয়ের দশকে ক্যাসেট ও রেডিওর দোকানগুলো জনপ্রিয় ছিল, যেখানে গান শোনার জন্য মানুষ ভিড় করত। গুলিস্তান ছিল গান প্রেমিদের মিলনমেলা। সেই সময়ের জনপ্রিয় শিল্পী, যেমন - এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আসিফ এদের গান ক্যাসেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেত। সেই সময়ের ক্যাসেট প্লেয়ার, যেমন - প্যানাসনিক, সোনির বিভিন্ন মডেলের ক্যাসেট প্লেয়ার মানুষের হাতে হাতে ঘুরত। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্যাসেটের যুগ শেষ হয়ে গেলেও ৩২ বছর ধরে টিকিয়ে রেকেছেন শামিম মিয়া। ,

জনপ্রিয় সিডি ও ক্যাসেট এখনো শামিম সংগ্রহে রেখেছেন এবং পুরনো দিনের গান শোনার জন্য এগুলো বিক্রি করছেন। যদিও ডিজিটাল মাধ্যম জনপ্রিয়, পুরনো দিনের গান শোনার জন্য এখনও কিছু মানুষ সিডি ও ক্যাসেট প্লেয়ার ব্যবহার করতে ভালোবাসেন। সেই সময়ের গান নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে তার মাধ্যমে। এসব স্মৃতিগুলো আকড়ে ধরে বেঁচে থাকতে চান ক্যাসেট প্রেমি শামিম।

‘কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্যাসেটের যুগ শেষ হয়ে যায় এবং সিডি, এমপিথ্রি প্লেয়ার এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে গান শোনার প্রচলন শুরু হয়। ফলে গুলিস্তানের সেই বিখ্যাত ক্যাসেট ও রেডিওর দোকানগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেলেও শামিম তার দোকান টিকিয়ে রেখেছেন। এই দোকান এখনকার প্রজন্মের কাছে একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য।,

শামিম মিয়া বলেন, পুরনো দিনের গান শোনার জন্য মানুষ অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন - ইউটিউব, স্পটিফাই ইত্যাদি। কিন্তু নব্বই দশকের সেই ক্যাসেট ও রেডিওর দোকানগুলোর সাথে মানুষের আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। সেই ভালোবাসা থেকে তার দোকানে এখনো পুরনো দিনের সিডি ও ক্যাসেট পাওয়া যায়, শামিমের দোকান থেকে বোঝা যায় যে, এই মাধ্যমটি এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। এছাড়া, কিছু অনলাইন প্ল্যাটফর্মেও পুরনো দিনের গান সিডি ও ক্যাসেট আকারে পাওয়া যায়, যা থেকে বোঝা যায় যে এই মাধ্যমটির চাহিদা এখনো রয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন