১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম
ছবি : সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা ও ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৩০ জুন রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী পয়লা জুলাই সরকার একটি জাতীয় ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে, যেখানে ১৮ জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করা হয়েছে। তিনি লেখেন, “এই তারিখটি সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য নির্ধারিত। মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশের দিকে নজর রাখুন।”
পূর্ববর্তী আরেক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, বর্তমান সময়ের ছাত্র আন্দোলন বা চাপ সৃষ্টিকারী গ্রুপগুলো মূলত গণমাধ্যমের দীর্ঘদিনের ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠছে। তিনি লিখেছেন, “যাদের আমরা মব বলছি, আমি বলছি তারা একটি প্রেসার গ্রুপ—যারা তাদের ন্যূনতম নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে গত ১৫ বছরে।”
তিনি আরো বলেন, “গত বছরের ২৮ জুলাই শীর্ষ সাংবাদিকদের মাধ্যমে যেভাবে উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়—যেমন ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’—সেই ভয়াবহতা আবার ফিরে আসতে পারে বলেই নতুন করে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।”



