৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার (৩০ জুন)। বিকেলের দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হতে পারে।
এদিকে, চূড়ান্ত ফলে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে।
সোমবার (৩০ জুন) সকালে পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানান, পিএসসি থেকে প্রায় চারশ’ ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাব নাকচ করে দিয়েছে। ফলে পদসংখ্যা বাড়ছে না।
তারা জানান, উপদেষ্টা পরিষদ পদ না বাড়িয়ে নতুন বিসিএসে এ শূন্য পদগুলো যুক্ত করে বিজ্ঞপ্তি দিতে পরামর্শ দিয়েছে। ফলে ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলক বেশি হতে পারে।



