চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেট
চট্টগ্রাম প্রতিবেদক :
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৭:৫২ পিএম
ছবি-সংগৃহীত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে তিন মাসের বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এর মধ্যেও যদি এসব রোগের প্রকোপ না কমে, তাহলে কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ শনিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ কর্মসূচি উদ্বোধনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এ কথা জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন মেয়র। জুনে চট্টগ্রামে ৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানান মেয়র শাহাদাত হোসেন।
মশা নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন, সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, চিকিৎসক সারোয়ার আলম প্রমুখ।



