ছাত্রলীগের সাদ্দাম-ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়েছে মেটা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম
ছাত্রলীগের সাদ্দাম-ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়েছে মেটা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান মেটা। এক ব্যবহারকারীর রিপোর্টের প্রেক্ষিতে তাদের পেজ সরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে সাদ্দামের ফেসবুক পেজটি দেখা যাচ্ছে না। অন্যদিকে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়। শুভ নামের এক ব্যবহারকারী ফেসবুকের কাছে তাদের পেজের রিপোর্ট করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ক্রিনশট দেখা যায়। সেখানে মেটার পক্ষ থেকে বলা হয় যে, ব্যবহারকারীর রিপোর্টের প্রেক্ষিতে ওই পেজগুলো ফেসবুকের পলিসি মানছে না বলে প্রতীয়মান হয়। ফলশ্রুতিতে ফেসবুক তাদের পেজ সরিয়ে ফেলেছে।
জানা গেছে, ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার এবং ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর ছিল তাদের স্ব-স্ব পেজে।
এ বিষয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে সাধারণ সম্পাদক ইনান বলেন, গতকাল (শুক্রবার) পেজ ও আইডি সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর একবার ফেরত পেয়েছিলাম। আবারও আজকে রিপোর্ট করলে আমার আইডি ডিসেবেল হয়ে যায়, পেজও সরিয়ে ফেলা হয়েছে। তবে দুই একদিনের মধ্যে আবারও ফিরে পাবার আশা রাখি।
বিষয়টি নিজের বাক স্বাধীনতার হরণ উল্লেখ করে ইনান বলেন, আমার আইডি ও পেজ থেকে আমি তো কারও বিরুদ্ধে কিছু বলি না। আমার মতামত তুলে ধরি মাত্র। আমার আইডি পেজ এভাবে ষড়যন্ত্র করে নষ্ট করা অবশ্যই আবার বাক স্বাধীনতা হরণের চেষ্টা।