Logo
Logo
×

জাতীয়

সমন্বয়ক আসিফ মাহমুদ

শনিবার বিক্ষোভ, রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম

শনিবার বিক্ষোভ, রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন

ছবি : সংগৃহীত

সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

এ ছাড়া রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করে।

সাংবাদিকদের পাঠানো বার্তায় সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মু. মেহেদী হাসান বলেন, ‘আপনারা ভবনে-ভবনে, পাড়ায়- পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায়-জেলায় আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক দল-মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য। এছাড়াও ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করুন।’

অসহযোগ আন্দোলন সফল করতে যেসব নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-

  • কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না।
  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানিসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন।
  • সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন।
  • রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকুন।
  • সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন