Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:৩২ পিএম

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনে

ছবি-সংগৃহীত

দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে অসমাপ্ত আলোচনা শুরু করেছে। এদিন প্রথমে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা শুরুর আহবান করেছে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 

রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়েছে। 

আলোচনার শুরুতে আলী রিয়াজ বলেছেন, কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অভিমত আপনারা আরো বেশি ছাড় দেন তাহলে বিষয়গুলো সহজতর হবে।

কমিশন জানিয়েছে, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড.আলী রীয়াজ উপস্থিত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অংশ নেবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও পর্যায়ক্রমে গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং নিজেদের অবস্থান তুলে ধরবেন।

 এর আগে, গত ৩ জুন প্রথম দিনের বৈঠকে ৩৩টি দল অংশগ্রহণ করে। এছাড়া দ্বিতীয় দিন ১৭ জুন ২৯টি দল অংশগ্রহণ করে এবং ১৮ জুন তৃতীয় দিনের আলোচনা হয়েছে এবং ১৯ জুন চতুর্থ দিনের আলোচনা হয়েছে। 

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন