তিন বিচারপতির সমন্বয়ে সহিংসতার তদন্তে কমিশন গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৭:২৩ পিএম
তিন বিচারপতির সমন্বয়ে সহিংসতার তদন্তে কমিশন গঠন
কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার ঘটনা তদন্তে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন করেছে সরকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।
গেজেটে বলা হয়, গেল ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহতদের মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করবে এ কমিশন। এছাড়া তারা কাজ করবেন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করতে।
গেজেটে আরো বলা হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, কর্পোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হবে। আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে।