Logo
Logo
×

জাতীয়

তিন বিচারপতির সমন্বয়ে সহিংসতার তদন্তে কমিশন গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৭:২৩ পিএম

তিন বিচারপতির সমন্বয়ে সহিংসতার তদন্তে কমিশন গঠন

তিন বিচারপতির সমন্বয়ে সহিংসতার তদন্তে কমিশন গঠন

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার ঘটনা তদন্তে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন করেছে সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। 

গেজেটে বলা হয়, গেল ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহতদের মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করবে এ কমিশন। এছাড়া তারা কাজ করবেন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করতে। 

গেজেটে আরো বলা হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, কর্পোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হবে। আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন