Logo
Logo
×

জাতীয়

বৃহস্পতিবার শুরু জাতীয় ফল মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

বৃহস্পতিবার শুরু জাতীয় ফল মেলা

আগামী বৃহস্পতিবার (১৯ জুন) শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে এ মেলা হবে। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের মেলা শেষ হবে শনিবার (২১ জুন)।

কৃষি মন্ত্রণালয় জানায়, এবারের ফল মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ৭৫টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে।

মেলা উদ্বোধন করবেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন