Logo
Logo
×

জাতীয়

স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১১:২৪ এএম

স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে টানা ১৪ দিন বন্ধ থাকার পর আজ স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রথমদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ৫টি লোকাল ও কমিউটার।

ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকেই না জানার কারণে যাত্রী চাপ একেবারেই নেই, ট্রেনগুলো বেশ ফাঁকা। এছাড়া কিছুটা নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন যাত্রীরা।

যেসব ট্রেনের শিডিউল কারফিউ শিথিলকালীন সময়ে কিংবা শিথিলকালীন গন্তব্যে পৌঁছাতে পারবে সেসব লোকাল ট্রেনগুলোই চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে আরও কয়েকটি ট্রেন কমলাপুর ছাড়বে। সকাল ৭টায় দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুরের উদ্দেশে, ৭টা ২০ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে তুরাগ ছেড়ে গেছে। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেন ছেড়ে যাবে। এছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন যাওয়ার কথা আছে। কিন্তু সেটার রেক আটকা পড়েছিল, রেক আসলে যাবে। ৩টায় যাবে জামালপুর কমিউটার।

আন্তঃনগর ট্রেন এখনও বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সাম্প্রতিক পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে আন্তঃনগর ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন