ছবি : সংগৃহীত
দেশের জাতীয় দৈনিক পত্রিকার বাণিজ্যিক বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের সংগঠন প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিমা) তাদের এজিএম ও ৫ম বার্ষিক বনভোজন–২০২৬ সফলভাবে আয়োজন করেছে।
শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গ্রামের বাড়ি পার্কে আনন্দঘন আয়োজনে পিমার সদস্যরা একত্রিত হয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিমার সভাপতি মোঃ আল আমিন। স্বাগত বক্তব্যে তিনি পিমার সকল সদস্য এবং বনভোজন আয়োজন কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে সাধারণ সদস্যদের কাছে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে সাধারণ সদস্যরা সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে বহাল রাখার প্রস্তাব দেন। তবে সংগঠনে যারা অনিয়মিত, তাদের পরিবর্তে নিয়মিত ও সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
সাধারণ সম্পাদক শেখ মহসিন তার বক্তব্যে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল বনভোজন আয়োজনের জন্য পিকনিক কমিটিসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিকনিক কমিটির আহ্বায়ক ছিলেন মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্সী আব্দুল আলী এবং সদস্য সচিব ছিলেন হাফিজুর রহমান ও জাহাঙ্গীর সিকদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মোমিতুল ইসলাম, সরোয়ার কবির শাকিল, আবিদা সুলতানা, মোঃ মাসুদ রানা হানিফ, দ্বীন বন্ধু রায়, মোঃ হেলাল উদ্দিন, মোঃ গোলাম ছাব্বির, মোঃ ফারুক, আরিফুল ইসলাম সোহেল, মাইনুল হোসেন মহিন, আসাদুজ্জামান আসাদ, মোঃ ইব্রাহীম হোসেন, মারুফ রহমান, জহিরুল হক ও বিশু কুমার দাস। এছাড়াও পিমার সাধারণ সম্পাদক শেখ মহসিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বনভোজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সরোয়ার কবির শাকিলের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এই বনভোজনের প্রধান আকর্ষণ ছিল ফুটবলসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয়। এছাড়া আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সন্ধ্যায় উৎসবের মাত্রা আরও বৃদ্ধি পায়।
র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা–কুয়ালালামপুর–ঢাকা এয়ার টিকিট, দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা–কক্সবাজার–ঢাকা কাপল এয়ার টিকিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে নভোএয়ারের সৌজন্যে ঢাকা–কক্সবাজার–ঢাকা কাপল এয়ার টিকিট প্রদান করা হয়।
পিকনিক কমিটির আহ্বায়ক মাহাবুবুর রহমান তার বক্তব্যে পিমার কমিটি ও সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে সেই সকল পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা এই আয়োজন সফল করতে সহায়তা করেছেন।
উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে— বিকাশ, ভাইয়া হোটেলস, এয়ার এশিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, ওয়ালটন, ভোরের আকাশ, নগদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পিকাবো, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাকো ওয়াচ ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এই বনভোজন পিমার সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে এবং সংগঠনকে ভবিষ্যৎ কার্যক্রমের জন্য নতুন উদ্দীপনা জুগিয়েছে।



