Logo
Logo
×

মিডিয়া

গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত: কাদের গনি চৌধুরী

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত: কাদের গনি চৌধুরী

ছবি : সংগৃহীত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা করা বাংলাদেশের মর্মমূলে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিপিজেএ’র সভাপতি একেএম মহসীনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটোসাংবাদিক বুলবুল আহমেদ আনিসুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সৌরভসহ বিপিজেএ সদস্যরা।

মানববন্ধনে কাদের গনি চৌধুরী বলেন, সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না করে তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। অসহায় সাংবাদিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন। ডেইলি স্টারের ছাদের উপরে আশ্রয় নিয়েছেন একজন বোন। তার সেই দিনের আকুতি-মিনতি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এ দৃশ্য আমরা দেখতাম একাত্তরে। এ কেমন সভ্যতা! এ কেমন মানবতা!

কাদের গনি চৌধুরী আরও বলেন, যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বলব কিভাবে? মানবতা বলব কিভাবে? এটা গণতন্ত্রের ওপর হামলা। এ কর্মকাণ্ডকে আমি রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে চাই। কোনো দেশপ্রেমিক, সভ্য মানুষ, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে- তারা এ কাজ করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাই। না হয় এ অপকর্ম বাড়তেই থাকবে।

তিনি বলেন, অনেকে বলছে নয়াদিগন্ত ও আমার দেশে হামলা হয়েছে। তার জন্য তো এদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের দেশ থেকে তাড়িয়েছে। তাদের কালিমা আমরা মুছে দিচ্ছি না। মানুষ তো বলবে, তাদের চাইতেও তুমি খারাপ করছো।

কাদের গনি বলেন, আমরা চাই না আর কোনো গণমাধ্যমের ওপর আঘাত আসুক। আমরা চাই না আর কোনো সংবাদ মাধ্যমের কর্মীর ওপর আঘাত আসুক। আমরা বাক-স্বাধীনতা চাই। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধতা। এ আঘাত প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর না, এটা বাংলাদেশের মর্মমূলে আঘাত। আমরা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার ফলে এ ধরনের হামলাকারীরা সুযোগ পায়। আমরা চাই না, আর কোনো গণমাধ্যমের ওপর হামলা হোক। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন