Logo
Logo
×

মিডিয়া

জনকন্ঠের সাবেক বার্তা সম্পাদক আবদুল হালিম আর নেই

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম

জনকন্ঠের সাবেক বার্তা সম্পাদক আবদুল হালিম আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আবদুল হালিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল হালিম ছিলেন একজন নিষ্ঠাবান ও সদালাপী সাংবাদিক।

তিনি ১৯৪০ সালের ১ মার্চ পটুয়াখালী জেলার আমতলী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তার সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক জনতা পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল হালিম দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। 

আজ বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদে। জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন