Logo
Logo
×

আইন-আদালত

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ছবি-সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক ইয়াছির আরাফাত বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন। আইএফআইসি ব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রায় ১১শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় আইএফআইসি ব্যংক থেকে ঋণ দেওয়ার নামে ৬৭৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অপরদিকে, দুদক কর্মকর্তা ইয়াছির আরাফাতের দায়ের করা মামলায় একই ব্যাংক থেকে ৪৯৬ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আলমগীর আলম চৌধুরী, সৈয়দা মুনিমা হোসেন, সুধাংশু শেখর বিশ্বাস, শাহ মনজুরুল হক, গোলাম মোস্তফা, সৈয়দ মনসুর মোস্তফা, সৈয়দ হাসানুজ্জামান, হেলাল আহমেদ, ইকবাল পারভেজ, হোসাইন শাহ আলী, তছলিমা আক্তার, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক আনোয়ারুজ্জামান চৌধুরী, সারওয়াত সুলতানা মনামী, মনিরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম সারোয়ার, রাবেয়া জামালী, এআরএম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ,  জাফর ইকবাল, রফিকুল ইসলাম, শাহ মো. মঈন উদ্দিন, নুরুল হাসনাত, মনিতুর রহমান, মোহাম্মদ শাহিন উদ্দিন, আবদুর রহমান এবং কৌশিক কান্তি পন্ডিতকে আসামী করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন