Logo
Logo
×

আইন-আদালত

১৪ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম

১৪ সদস্যের এডহক বার কাউন্সিল গঠন

ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতির আদেশক্রমে এক বছর মেয়াদী এডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে। এতে বাংলাদেশের এটরনি জেনারেলকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ঠ কাউন্সিল গঠন করা হয়। 

আইন বিচার ও সংসদ বিষায়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এক প্রঙ্হাপনে বিষয়টি অবহিত করেন। এডহক কাউন্সিলে থাকবেন বাংলাদেশের এটরনি জেনারেল যিনি এই কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়া সদস্যরা হলেন বাংলাদেশ সুপ্রিাম কোট বার এসোসিয়েশনের সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন,সিনিয়র এডভোকেট রুহুল কদ্দুস কাজল,সিনিয়র এডভোকেট আবদুল্লাহ আল মামুন সিনিয়র এডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন,শাহ মো. খায়রুজ্জামান, সিনিয়র এডভোকেট নজরুর ইসলাম খান,সিনিয়র এডভোকেট মো. আব্দুল মতিন, ঢাকা আইনজীবী সমিতির এডভোকেট মহসিন মিয়া,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এ এস এম বদরুল আনোয়ার,সিলেট জেলা আইনজীবধী সমিতির এটিএম ফয়েজ উদ্দিন,বিরিশাল জেলা আইনজীবী সমিতির কাজী এনায়েত হোসেন, রাজশাহী জেলা আইনজীবী সমিতির ময়নুল আহসান ও বগুড়া জেলা আইনজীবী সমিতির শফিকুর ইসলাম।


এই এডহক বার কাউন্সিল বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এ্যান্ড বার কাউন্সিল অরডার প্রনীত বিধি অনুসারে ক্ষমতা প্রয়োগ ও কারযাবলি সম্পাদন করবে বলে আদেশে উল্লেখ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন