Logo
Logo
×

আইন-আদালত

গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

Icon

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:২১ পিএম

গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত

পঞ্চগড়ে গণধর্ষণের মামলায় জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার বাসিন্দা হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৫১), আমিনুল ইসলাম (৩০), অমর চন্দ্র (৩৮), নজরুল ইসলাম (৪৩) উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা সবুজ আলী (৩৩)

এ সময় অভিযুক্ত ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের আগস্ট স্কুল পালিয়ে প্রেমিক হাসান আলীর সাথে দেখা করতে পঞ্চগড়ে যান তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী। পরে প্রেমিক হাসান তার সহযোগী রাজু মোটরসাইকেলযোগে ওই স্কুল ছাত্রীকে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী বন্দরপাড়া গ্রামের একটি বনে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন তারা। ঘটনা দেখতে পায় ওই এলাকার বাসিন্দা সাইফুল, আমিনুল, অমর, নজরুল সবুজ। তারা এগিয়ে গেলে ওই স্কুল ছাত্রীকে সেখানে ফেলে পালিয়ে যায় হাসান রাজু। এই সুযোগ ওই জনও তাকে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনায় পরদিন আটোয়ারী থানায় ওই জনকে আসামি করে একটি মামলা করেন ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণের পর বুধবার আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাকির হোসেন বলেন, ‘আমরা আদালতে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো বছর করে কারাদণ্ড প্রদান করেছেন।

তবে মামলায় আরেক আসামি আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার বাসিন্দা রাজু ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ার তার বিচারকার্য শিশু আদালতে করা হচ্ছে। তার বিষয়ে এখনো কোনো রায় দেননি আদালত।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন