Logo
Logo
×

আইন-আদালত

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় একজনের স্বীকারোক্তি, ৩ আসামির রিমান্ড মঞ্জুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:২৬ পিএম

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় একজনের স্বীকারোক্তি, ৩ আসামির রিমান্ড মঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার রিপন নামে এক আসামি আদালতে নিজের দায় স্বীকার করেছেন। পাশাপাশি মামলায় গ্রেপ্তার আরও তিন আসামি—সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান রিপনের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ রিপনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করলে আদালত তা অনুমোদন করেন। অন্যদিকে, একই মামলায় গ্রেপ্তার সুজন সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সোমবার মামলার পাঁচজন আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিদের মধ্যে রিপন দায় স্বীকারে সম্মত হন এবং বাকিদের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আসামি সোহাগ, হৃদয় এবং রবিনকে দুই দিনের রিমান্ডে এবং সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১৪ মে শেরেবাংলা নগর এলাকা থেকে তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রথম দফায় ৬ দিন এবং পরে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তারা বর্তমানে রিমান্ডে রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর মোটরসাইকেলে যাওয়ার সময় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন