Logo
Logo
×

আইন-আদালত

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:৫০ এএম

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের একটি বেঞ্চ তার শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে এ আদেশ দেন।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বুধবার শুনানি শেষে আজকের দিন আদেশের জন্য ধার্য করেছিলেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ নিয়ে লিগ্যাল নোটিশ পাঠান। সাড়া না পাওয়ায় গত ১৩ মে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

রিটের শুনানিতে ব্যারিস্টার কায়সার কামাল রিট আবেদনকারীর আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আবেদনকারীর কোনো আইনগত অধিকার নেই, তিনি ওই নির্বাচনে প্রার্থীও ছিলেন না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।” আদালত জবাবে বলেন, “আমরা চাইলে স্বতঃপ্রণোদিতভাবেও রুল দিতে পারি।”

রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের রায় নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আমরা আদালতের কাছে রুল জারির আবেদন করেছি।”

তবে বিএনপির পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “ইশরাক হোসেনকে গেজেট করে মেয়র ঘোষণা করা হয়েছে। তারপরও শপথ নিতে দেওয়া হচ্ছে না। গত কয়েক দিন ধরে ঢাকার রাজপথে মানুষ আন্দোলন করছে। আর রিটকারীর পক্ষে কোনো জনসমর্থন নেই। গেজেট প্রকাশের পর শপথ নিতে না দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের মামলায় স্বতঃপ্রণোদিত রুলের কোনো নজির নেই। যদি এমন হয়, তাহলে প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জের মুখে পড়বে।”

আদালতের রুল না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে কায়সার কামাল বলেন, “পূর্ববর্তী সময়ের কিছু বিতর্কিত আদেশের ধারাবাহিকতায় আদালত যেন না চলে, সেটাই আমাদের আবেদন।”

এর আগে রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি ইশরাকের মেয়র ঘোষণা সংক্রান্ত রায় ও গেজেটের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে গেজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরই সরকার দ্রুত গেজেট প্রকাশ করে।

রিটে গেজেট এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং শপথ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল জারির আবেদন করা হয়। একইসঙ্গে রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

হাইকোর্ট আজ রিট খারিজ করে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন—ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে কোনো আইনি বাধা নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন