Logo
Logo
×

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার মমতাজ রিমান্ড শেষে কারাগারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:২৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার মমতাজ রিমান্ড শেষে কারাগারে

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে কারাগারে রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি জানায়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে, ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে পাওয়া যায়। এ ঘটনায় সাগরের মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং ২৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মমতাজ বেগম এই মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন