Logo
Logo
×

আইন-আদালত

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৪:১৬ পিএম

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মেনে তাকে চার দিনের রিমান্ড দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক তদন্তে মমতাজ বেগমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অভিযোগে বলা হয়, তিনি ছাত্র আন্দোলন দমনে ক্যাডার বাহিনীকে উস্কে দিয়েছেন।

গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাগর নামে এক ছাত্র নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মোসা. বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, এর মধ্যে মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত ও পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে, মামলার অগ্রগতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন