Logo
Logo
×

আইন-আদালত

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৪৪ পিএম

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন

ফাইল ছবি

রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট সংগঠনকে শাস্তি দেওয়ার ক্ষমতা যুক্ত করে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গতকাল শনিবার এই অধ্যাদেশটি জারি করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। আজ রোববার এটি সরকারিভাবে প্রকাশ করা হয়।

সংশোধিত অধ্যাদেশে নতুন করে যুক্ত করা হয়েছে ২০ (বি) ধারা, যার শিরোনাম—‘সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি’। সেখানে বলা হয়েছে, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন আন্তর্জাতিক অপরাধের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাহলে ট্রাইব্যুনাল সে সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার, নিবন্ধন বাতিলের ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখবে।

এতে ‘সংগঠন’ বলতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট বা অধীনস্থ যে কোনো সত্তা বা ব্যক্তি গোষ্ঠীকে বোঝানো হয়েছে, যারা কোনোভাবে দলটির কার্যক্রমে যুক্ত, সহায়তাকারী বা প্রচারকারী হিসেবে বিবেচিত হতে পারে।

এই আইনি পরিবর্তনের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা বেশ কয়েকটি দল।

চলমান আন্দোলন এবং চাপের মুখে গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারের আগ পর্যন্ত দলটির সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তও হয় বৈঠকে।

বিশ্লেষকদের মতে, সংশোধিত এই আইন দেশে রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক অপরাধবিষয়ক বিচার ব্যবস্থায় এক নতুন দিক উন্মোচন করতে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন