Logo
Logo
×

আইন-আদালত

যশোরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মী মুক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:৫১ পিএম

যশোরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মী মুক্ত

ছবি : সংগৃহীত

যশোরে ২০১৫ সালের একটি নাশকতার পরিকল্পনার মামলায় বিএনপি ও জামায়াতের ৬৭ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগের ভিত্তিতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কামরুল হাসান সোহেল।

যাঁরা মামলায় খালাস পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুর রশিদ ও বর্তমান আমির গোলাম রসুল, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের একাধিক শীর্ষ নেতা।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের আরএন রোডের দেবু সুইটসের সামনে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছিলেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শাকিল হোসেন ও সিরাজুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পেট্রলবোমা, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়। এরপর পুলিশের তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম কোতোয়ালি থানায় ৫১ জনকে আসামি করে বিস্ফোরক ও নাশকতার পরিকল্পনায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৬৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলাটি পরবর্তীতে দুটি অংশে বিভক্ত হয়ে বিচারাধীন ছিল—একটি জেলা ও দায়রা জজ আদালতে এবং অন্যটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। রোববার মামলার চার্জ গঠনের শুনানির দিনে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে সকল আসামিকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “এই রায় প্রমাণ করে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিরোধীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। এখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই আমরা ন্যায়বিচার পেয়েছি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন