ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়বিরোধী আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজহারের আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির। আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ জামায়াতপন্থি অন্যান্য আইনজীবীরা।
এর আগে, ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি, সর্বোচ্চ আদালত আজহারের মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন মঞ্জুর করে এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেয়। এটি মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায়ে প্রথম রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমোদনের ঘটনা।
আজহারের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে রংপুরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং অগ্নিসংযোগের মতো অপরাধ। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে ২৩৪০ পৃষ্ঠার আপিল দায়ের করেন তার আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন।
এই মামলার পরবর্তী শুনানি এবং রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশবাসী, বিশেষত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ।



