Logo
Logo
×

আইন-আদালত

নিক্সন চৌধুরীর স্ত্রীর গুলশানের ফ্ল্যাট ও সম্পত্তি ক্রোকের আদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

নিক্সন চৌধুরীর স্ত্রীর গুলশানের ফ্ল্যাট ও সম্পত্তি ক্রোকের আদেশ

নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি বিলাসবহুল ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তারিন হোসেনের নামে থাকা গুলশানের এই সম্পত্তির মূল্য প্রায় ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার টাকা। তদন্তে উঠে আসে, গুলশান আবাসিক এলাকার ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত ‘দি সেরেনিটি’ নামের ১৩তলা ভবনের ৭ম তলায় থাকা ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটি নিক্সন চৌধুরী অবৈধ উপায়ে উপার্জিত অর্থে ক্রয় করেন।

এই সম্পত্তি শুরুতে ২০১৩ সালের ২৯ জানুয়ারি এলটমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুযায়ী তার প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে বরাদ্দ করা হয়। পরবর্তীতে তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়।

দুদকের দাবি, চলমান তদন্তের সময় থেকে আসামিপক্ষ এই স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করে আসছিল। তাই সম্ভাব্য বেহাত হওয়া ঠেকাতে সম্পত্তি ক্রোক করা জরুরি হয়ে পড়ে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, তদন্তের স্বার্থে উক্ত সম্পদ ক্রোক না করলে তা অন্যত্র হস্তান্তরের ঝুঁকি রয়েছে। ফলে সংশ্লিষ্ট স্থাবর সম্পদ অবিলম্বে ক্রোকের নির্দেশ দেওয়া হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন